Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
"Registration immediately after birth and death required for all"***"Registration of birth of your child is mandatory within 45 days of birth as per government guidelines"

এক নজরে হযরতপুর ইউনিয়ন

 

ঢাকা বিভাগের ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার অধীন একটি সবুজ শ্যামল ও নদীবহী অঞ্চল হলো হযরতপুর ইউনিয়ন। আমাদের এই ইউনিয়ন টি দেখলে যেন মনে হয় প্রাকৃতির অপরূপ সৌন্দযের এক লীলাভূমি। যার দিকে তাকালে শুধু অপলক দৃষ্টিতে মন ভরে দেখতে ইচ্ছে করে।

ক) নাম – ১ নং হযরতপুর ইউনিয়ন পরিষদ

খ) আয়তন – ৪,১৬০ (একর)

গ) লোকসংখ্যা – ৩৩০৬৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩২ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৬ টি।

চ) হাট/বাজার সংখ্যা - ২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি।

জ) শিক্ষার হার – ৪৫.৭ %। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮ টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪ টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব হাজী মোঃ আমিনুল হক (হিরু)

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২৭/০৩/২০০৪ইং।

ড) গ্রাম সমূহের নাম –

            কানার চর                 কদম তলী                      আলীপুর

            লংকার চর                 মিলকী হাটি                    ইটাভাড়া

            বৌনাকান্দি (পার্ট)          ছয়গরিয়াকান্দি                  কুরাইশ নগর

            কুনিহাটি                  দঃ বালুর চর                    বাটারাকান্দি

            রসুলপুর                   উঃ বালুর চর                   বয়াতীকান্দি

            আলগীর চর              নতুন আলগীর চর              চর আলগীর চর

            কাজিকান্দি                পূর্ব ঢালীকান্দি                   পঃ ঢালীকান্দি

            দঃ ঢালীকান্দি             হযরতপুর                       মানিক নগর

            রাধাকান্তপুর               নুরপুর                          জগন্নাথপুর (পার্ট)

            হোগলাগাতি               মধুর চর                        বেগমাবাদ

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।