Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
"Registration immediately after birth and death required for all"***"Registration of birth of your child is mandatory within 45 days of birth as per government guidelines"

Title
Register the birth within 45 days of the child's birth
Details

জন্ম নিবন্ধন বিধিমালা অনুযায়ী নতুন জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র

নির্ভুল নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বারবার

জন্মের ৪৫ দিনের মধ্যে আবেদন করিলে

* যথাযথভাবে আবেদন ফরম পূরন।

* ফরমের সাথে আবেদনকারীর ১কপি পাসপোর্ট সাইজের ছবি 

   সংযুক্ত করতে হবে।

* জন্মস্থান ও জন্ম তারিখের প্রমান হিসাবে সংশ্লিষ্ঠ চিকিৎসা

   প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত

   সনদের সত্যায়িত অনুলিপি অথবা বার্থ এটেন্ড এর প্রত্যয়ন বা

   অন্য প্রমাণপত্র।

* ইউপি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।

* পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্রের

   ফটোকপি। 

* বিদ্যুৎ বিলের ফটোকপি।

* অভিবাবকের মোবাইল নাম্বার।

জন্মের ৪৬ দিন হতে ০৫ বছরের মধ্যে আবেদন করিলে

* যথাযথভাবে আবেদন ফরম পূরণ।

* ফরমের সাথে আবেদনকারীর ১কপি পাসপোর্ট সাইজের ছবি

   সংযুক্ত করতে হবে।

* ইপিআই কার্ডের ফটোকপি/ ইপিআই কর্মীর প্রত্যয়ন।

* ইউপি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।

* পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্রের

   ফটোকপি। 

* বিদ্যুৎ বিলের ফটোকপি।

* অভিবাবকের মোবাইল নাম্বার।

জন্মের ০৫ বছর পর আবেদন করিলে

* যথাযথভাবে আবেদন ফরম পূরণ।

* ফরমের সাথে আবেদনকারীর ১কপি পাসপোর্ট সাইজের ছবি

   সংযুক্ত করতে হবে।

* উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র/ সরকার কর্তৃক

   পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র সার্টিফিকেট এবং

   শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অনুরুপ  

   পরীক্ষার শিক্ষাগত সনদপত্র।

* ইউপি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।

* পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্রের

   ফটোকপি। 

* বিদ্যুৎ বিলের ফটোকপি।

* অভিবাবকের মোবাইল নাম্বার।

 

     

অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন - http://bdris.gov.bd/br/application

   

   

 

 

Images
Attachments
Publish Date
28/10/2020
Archieve Date
05/11/2026