কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ক্রমিক নং | সেবার ধরণ | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রদানের স্থান |
১। | তিন মাস মেয়াদী গবাদিপশু, হাঁস মুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ কোর্স | উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। | বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন। স্বাক্ষাৎকারেরমাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন। |
যুব প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা। |
1. | অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনঃ স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে পশু পালন মৎস্য কৃষি ও ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক ৪১ টি ট্রেড।
| উপজেলা কার্যালয় স্থানীয় ভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীদের বাছাই কমিটি কর্তৃক যোগ্য বিবেচিত হলে উপ-পরিচালক মহোদয় কর্তৃক অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে বর্ষপঞ্জি নির্ধারিত তারিখে প্রশিক্ষন গ্রহণ। | বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম পঞ্চমশ্রেণী পাশ বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে ২৫-৩০জনের একটি তালিকা প্রস্ত্তত করে অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। জেলা কার্যালয় হইতে অনুমোদন পাওয়ার পর উপজেলা কার্যালয় কর্তৃক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। |
উপজেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত স্থান (ক্লাব, স্কুল কলেজ, মাদ্রাসা, কমিউনিটি হল ইত্যাদি।
|
2. | যুব ঋন কর্মসূচীঃ গ্রুপ ভিত্তিক ঋণ কর্মসূচী
| কেন্দ্র গঠন হতে ২-৪ সপ্তাহ
| কার্য এলাকার জনগোষ্ঠির মধ্যে থেকে উপকার ভোগের চিহ্নিত করার জন্য প্রত্যেক সি এস জরিপ করবেন। বয়স(১৮-৪৫) বছর বয়সী কর্মক্ষম বেকার ব্যক্তিগন গ্রুপ সদস্য হতে পারবেন। এবং পরিবারের স্থাবর / অস্থাবর সম্পত্তির মোট মূল্য ২ লক্ষ টাকার কম এবং আবাদ যোগ্য জমির পরিমনা এক একরের কম হতে হবে। ঋণ গ্রহনের ক্ষেত্রে স্বাক্ষর জ্ঞান সম্পুর্ন হতে হবে। একই পরিবারের ৫ জন নিয়ে গ্রুপ গঠন করতে হবে। পরিবারের প্রধান বা বয়জ্যেষ্ঠ সদস্য গ্রুপ প্রধান নির্বাচিত হবেন। গ্রুপ সদস্য হওয়ার জন্য প্রতিটি সদস্যকে গ্রুপ ভিত্তিক লিখিত আবেদন করতে হবে। গ্রুপ ও কেন্দ্র গঠনের পর সদস্যকে নিয়ে পাঁচ দিনের প্রশিক্ষন গ্রহন করতে হবে। কেন্দ্র থেকে ঋন প্রস্তাব পাওয়ার পর উপজেলা কার্যালয় ঋন প্রস্তাবটি চুড়ান্ত অনুমোদনের জন্য উপ- পরিচালকের কার্যালয় প্রেরন করবেন। অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কেন্দ্রে সদস্যদের মাঝে স্ব স্ব পেশায় ঋন প্রদান করা হয়ে থাকে। | উপজেলা কার্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা |
3. | একক ঋন কর্মসূচীঃ প্রাতিষ্ঠানিক / অপ্রাতিষ্ঠানিক | আবেদনের তারিখ হতে ৩-৪ সপ্তাহ | যুব উন্নয়ন হতে প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে। প্রকল্প টি সম্ভবতার যাচাইয়ের যোগ্য হতে হবে। প্রস্তাবিত প্রকল্পটির গ্রহণ যোগ্যতা থাকতে হবে। প্রশিক্ষন প্রাপ্ত ট্রেড সংশ্লিষ্ট প্রকল্প গ্রহন করতে হবে। প্রশিক্ষন শেষে ৩ বছরের মধ্যে আবেদন করতে হবে এবং গ্রহনে আগ্রহী / যুব সমিতি সাদা কাগজে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বরাবরে আবেদন করবেন। আবেদন পত্রটি যাচাই বাছাই পূর্বক জেলা / উপজেলা ঋন কমিটির নিকট উপস্থাপন করবেন। ঋন মঞ্জুর হলে উপকার ভোগীদের মাঝে ঋন প্রদান করা হয়ে থাকে। | উপজেলা কার্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস