সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৮ টি।
রেজিঃ বেসকারী প্রাঃ বিঃ ৪ টি
উচ্চ বিদ্যালয়ঃ ০২
মাদ্রাসার সংখ্যাঃ ০২ টি।
কলেজঃ ১ টি
মসজিদঃ ৬৫ টি
এছাড়াও হযরতপুর ইউনিয়নে বিভিন্ন সংস্থা যেমন- ইসলামী ফাউন্ডেশন , গণ উন্নয়ন কেন্দ্র পরিচালিত শিশু শিক্ষাকার্য্যক্রম চালু রয়েছে।
শিক্ষাক্ষেত্রে মহৎ উদ্যোগ কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র- ছাত্রীদের মধ্যে বিনামূল্যেবাংলা ও ইংরেজী ব্যাকরণ বই বিতরণ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে মূল বই দেয়া হলেও ব্যাকরণ বই দেয়া হয় না। ফলেগরীব ছাত্র- ছাত্রীরা পড়েছিল বিপাকে। বছরের প্রায় আড়াই মাস পার হয়ে গেলেওঅর্থের অভাবে গরীব ছাত্র- ছাত্রীরা বই কিনতে পারেনি। শিক্ষার্থীদের সমস্যাপরিলক্ষিত হওয়ায় সাবেক ছাত্রদের তা নজরে পড়ে এবং তারা দ্রম্নত পদক্ষেপগ্রহন করে। ৩০ জন গরীব ছাত্র- ছাত্রীকে বই দিয়ে অত্র অঞ্চলে এক অনন্যদৃষ্টামত্ম স্থাপন করে। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিনুল হক হিরু । এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক উদ্দিন পরিচালনা পরিষদ কমিটির সদস্য আবুল কালাম আজাদ খান ও ২০০২ ইং ব্যাচের উদ্যোগগ্রহনকারী ছাত্ররাউপস্থিত ছিলেন।
ছাত্র- ছাত্রীরা বই পেয়ে ব্যাপকআনন্দ- উচ্ছাস প্রকাশ করেছে। কারণ গরীব পিতার পক্ষে তাদের বই কিনে দেয়াএখনও সম্ভব হচ্ছিল না। প্রধান অতিথি ও প্রধান শিক্ষক উদ্যোগী ছাত্রদেরধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস