জন্ম নিবন্ধন বিধিমালা অনুযায়ী নতুন জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র
নির্ভুল নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বারবার
জন্মের ৪৫ দিনের মধ্যে আবেদন করিলে |
* যথাযথভাবে আবেদন ফরম পূরন। * ফরমের সাথে আবেদনকারীর ১কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। * জন্মস্থান ও জন্ম তারিখের প্রমান হিসাবে সংশ্লিষ্ঠ চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি অথবা বার্থ এটেন্ড এর প্রত্যয়ন বা অন্য প্রমাণপত্র। * ইউপি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি। * পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। * বিদ্যুৎ বিলের ফটোকপি। * অভিবাবকের মোবাইল নাম্বার। |
জন্মের ৪৬ দিন হতে ০৫ বছরের মধ্যে আবেদন করিলে |
* যথাযথভাবে আবেদন ফরম পূরণ। * ফরমের সাথে আবেদনকারীর ১কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। * ইপিআই কার্ডের ফটোকপি/ ইপিআই কর্মীর প্রত্যয়ন। * ইউপি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি। * পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। * বিদ্যুৎ বিলের ফটোকপি। * অভিবাবকের মোবাইল নাম্বার। |
জন্মের ০৫ বছর পর আবেদন করিলে |
* যথাযথভাবে আবেদন ফরম পূরণ। * ফরমের সাথে আবেদনকারীর ১কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। * উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র/ সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অনুরুপ পরীক্ষার শিক্ষাগত সনদপত্র। * ইউপি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি। * পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। * বিদ্যুৎ বিলের ফটোকপি। * অভিবাবকের মোবাইল নাম্বার।
|
অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন - http://bdris.gov.bd/br/application
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস