আমাদের হযরতপুর ইউনিয়নে মোট তিনটি বাজার আছে। উল্লেখযোগ্য বাজার বলতে হযরতপুর গরুর হাট ও বাজার, আমিন বাজার ও হযরতপুর বাজার-কে বোঝায় । তবে কয়েকটি স্থানে বাজারের মতই গড়ে ওঠেছে তবে এখনো তা বাজের উপাদি পাইনি।
প্রতি শনিবার ও মঙ্গলবার হযরতপুর গরুর হাটে গরু ছাগলে নিয়ে বিশাল হাট হয় । অনেক দূর-দূরান্ত থেকে মানুষ তাদের পালিত পশু ( গরু,মহিষ ও ছাগল ) নিয়ে আসে বিক্রয় এর উদ্দ্যেশে। এবং শতকরা ৯০ ভাগ মানুষই তার পালিত পশু বিক্রয় করতে সক্ষম হয়ে থাকে।
হযরতপুর খেয়া ঘাট এর পার্শে, ইটাভাড়া,কেরনীগঞ্জ মডেল , ঢাকা-১৩১৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস