Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

"সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন"***"সরকারি নির্দেশনা মোতাবেক শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক"


নাম
হযরতপুর গরুর হাট
বিস্তারিত

আমাদের হযরতপুর ইউনিয়নে মোট তিনটি বাজার আছে। উল্লেখযোগ্য বাজার বলতে হযরতপুর গরুর হাট ও বাজার, আমিন বাজার ও হযরতপুর বাজার-কে বোঝায় । তবে কয়েকটি স্থানে বাজারের মতই গড়ে ওঠেছে তবে এখনো তা বাজের উপাদি পাইনি।

প্রতি শনিবার ও মঙ্গলবার হযরতপুর গরুর হাটে গরু ছাগলে নিয়ে বিশাল হাট হয় । অনেক দূর-দূরান্ত থেকে মানুষ তাদের পালিত পশু ( গরু,মহিষ ও ছাগল ) নিয়ে আসে বিক্রয় এর উদ্দ্যেশে। এবং শতকরা ৯০ ভাগ মানুষই তার পালিত পশু বিক্রয় করতে সক্ষম হয়ে থাকে। 


ঠিকানা

হযরতপুর খেয়া ঘাট এর পার্শে, ইটাভাড়া,কেরনীগঞ্জ মডেল , ঢাকা-১৩১৩


পরিচালনাকারী কর্তৃপক্ষ
মোঃ আনোয়ার হোসেন আয়নাল ( চেয়ারম্যান অত্র ইউনিয়ন )
আয়তন
১ একর
চান্দিনা ভিটির সংখ্যা
২৫০ টি
তথ্য প্রদানকারী ব্যক্তি